WELCOME TO MY BLOG

Hi I am Samiul Siddique Shakil
You Can Find Here Lot Of Computer Tutorial In Bangla

বাংলায় এডসেন্সের ঘোষনা গুগলের


বাংলায় এডসেন্সের ঘোষনা গুগলের



২৬ সেপ্টেম্বর ২০১৭ তে গুগল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষনা দেয় এখন বাংলা কন্টেন্টেও এডসেন্স ব্যাবহার করা যাবে,  "Adsense Now understand Bengali" এমন একটি শিরোনামে তাদের ব্লগে বলা হয় যে,  আমরা অতি আগ্রহের সাথে জানাচ্ছি যে, বর্তমান সময়ে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে বাংলা ভাষার ব্যবহার বেড়েই চলছে,। অনলাইনে বাংলা ভাষায় রয়েছে নানা ওয়েবসাইট। তাই সবগুলো বিষয় বিবেচনা করে বাংলায় গুগল অ্যাডসেন্স চালু করা হবে, 

বাংলা ভাষার কনটেন্ট গত কয়েক বছর ধরে বেড়েই চলছে, এডসেন্স প্রকাশকদের জন্য তারা বাংলাতে তৈরি করা সামগ্রি কে নগদীকরনের জন্য এবং সহজ উপায়ে সরবরাহ করার জন্য, এবং সহজ উপায়ে সরবরাহ করার করে,প্রাসঙ্গিক বিজ্ঞাপনগুলোর  সাথে তাদের কাছে পৌছানোর জন্য,ক্রমবর্ধমান বাঙালি দর্শকদের সাথে বিজ্ঞাাপদাতা কে সহজে যোগাযোগ করার জন্য সহযযোগিতা করবে,   তাছাড়া বর্তমানে রয়েছে অসংখ্য বাংলা ভাষার ওয়েবসাইট, আর বিভিন্ন কনটেন্ট এবং দর্শক বাড়ার করনে গুগল ও বাংলা ভাষাকে গুরুত্ব দিতে শুরু করেছে,




 আর এডসেন্স মানে হল, আমরা যখন কোন ওয়েবসাইটে ব্রাউজ করি তখন বিভিন্ন এড আমাদের সামনে এসে পড়ে আর এই এড কোম্পানী গুলো সরাসরি চুক্তি করে গুগল এর সাথে এবং তারা গুগল কে এই এড এর জন্য টাকা পে করে, আবার এই এড গলো যখন ওয়েবসাইটে দেখা যায় এবং এডের ওপর ক্লিক পড়ে,  তখন বিভিন্ন শর্ত সাপেক্ষে ওয়েবসাইটের মালিক কিছু অর্থ উপার্জন করেন, আর এই অর্থগুলো পাওয়া এবং জমা হওয়ার জন্য এডসেন্স একাউন্টের প্রয়োজন হয়, আর 

সোর্স : https://adsense.googleblog.com/2017/09/adsense-now-understands-bengali-bangla.html?m=1

বাংলায় এডসেন্সের ঘোষনা গুগলের বাংলায় এডসেন্সের ঘোষনা গুগলের Reviewed by samiul siddique shakil on 4:45 AM Rating: 5
Powered by Blogger.